আমরা আজকে পরিচিত হব একজন সফল ফ্রিল্যান্সার এর সাথে, প্রথমে জানব তার পরিচয়।
প্রশ্ন: আপনার নাম কি?
উত্তর: মাইমুনা আক্তার।
প্রশ্ন: আপনার জন্মস্থান (জেলা) কোথায়?
উত্তর: ঢাকা জেলা।
এবারে জানব তার ফ্রিল্যান্সার হওয়ার গল্প,
প্রশ্ন: আপনি কোন স্কিল নিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ করেন?
উত্তরঃ আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি কিন্তু বেশি কাজ করা হয় ডিজিটাল আর্ট, অর্থাৎ আমি বিভিন্ন ডুডুল এর কাজ করে থাকি।
প্রশ্নঃ আপনি ফ্রিল্যান্সার হওয়ার প্রথম মোটিভ কি ছিল?
উত্তরঃ আমিতো ফ্যামিলি থেকে নিজের পকেট মানি নিতাম, তো আমার কাছে মনে হল নিজে কিছু একটা করি এবং নিজের পকেট মানি যদি নিজেই উপার্জন করতে পারি। অর্থাৎ নিজের খরচ নিজে চালানোর ইচ্ছা নিয়েই এদিকে আশা এবং এখন ভালো একটা কিছু করতে পেরেছি।
প্রশ্নঃ আপনি ফ্রিল্যান্সার হওয়ার পিছনে কে/কারা ছিলেন?
উত্তরঃ আমার বাবা। বাবা আমাকে সব সময় সাহস দিতেন তুমি পারবে, শুরু কর। বাবা আমার আইডল।
প্রশ্নঃ ফ্রিল্যান্সিং শুরু করতে যেয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছেন?
উত্তরঃ আমি আমার পরিবার থেকে সব সময় সব কাজেই সাপোর্ট পেয়ে আসছি। আমার বাবা মা দু’জনেই আমার কাজ করাকে সাপোর্ট দিত বা দেয়। আমি যখন ফ্রিল্যান্সার হওয়ার ইচ্ছা পোষন করলাম আমার বাবা আমাকে টাকা দিয়ে জোর করে কোর্স করতে পাঠিয়ে দিল, আমি শুধু একবার বলেছিলাম কাজ শিখতে চাই। তবে একটা সমস্যায় আমাকে পড়তে হয়েছে আমি স্টাডি এবং ফ্রিল্যান্সিং নিয়মিত করাটাই অনেক চ্যালেঞ্জিং ছিল। টাইম ম্যানেজ করা ইউএস ক্লায়েন্ট সব, তাদের দিন আমার ঘুমের সময়। না ঘুমিয়ে রাত জেগে কাজ করাটাই আমার জন্য বাধা ছিল। তবে আমি কাজ করতে অনেক পছন্দ করি, এখন অভ্যাস হয়ে গেছে আর কোন বাধা নাই।
প্রশ্নঃ কাজ করতে/শিখতে যেয়ে এমন কোন মজার ঘটনা আছে, যা আপনাকে এখনও একা একা হাসায়?
উত্তরঃ একটা ৫ ডলার কাজের জন্য বায়ার ২৫ ডলার প্যাকেজ অর্ডার করে সেই সাথে আরও ১৫ ডলার পে করে এবং কাজ শেষ হওয়ার ৩০ ডলার টিপস দেয়। অর্থাৎ ৫ ডলার এর কাজ করে ৭৫ ডলার পেয়ে অনেক বেশি খুশি ছিলাম আর এই বেপারটা আমাকে এখনও একা একা হাসায়।
প্রশ্নঃ আপনি বর্তমান কোন কোন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করছেন এবং কি অবস্থায় আছেন?
উত্তরঃ আমি শুরু থেকে এখন পর্যন্ত ফাইভার মার্কেটপ্লেসেই কাজ করছি এবং লেভেল ২ সেলার হিসাবে আছি।
প্রশ্নঃ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
উত্তরঃ গ্রাফিক ডিজাইন সেক্টরে আরও ভাল করা এবং আরও অনেক কাজ শিখে নিজের স্কিলসকে আরও শক্তিশালী করা।
প্রশ্নঃ আপনি ফ্রিল্যান্সার না হলে কি হতেন?
উত্তরঃ বেকার থাকতাম।
প্রশ্নঃ নতুনদের জন্য আপনার কি সাজেশন থাকবে?
উত্তরঃ Don’t lose hope. Have patience.
প্রশ্নঃ আপনার জীবনের সেরা একটি উক্তি?
উত্তরঃ Good things are coming.
ফেসবুকে MAIMONA AKTER