ব্লগ পোষ্ট
হ্যালো ফ্রিল্যান্সার ভাই, বোন ও বন্ধুগন
আমরা যারা ফাইভার এ নতুন বা বেশ কিছুদিন ধরে কাজ করছি তাদের মাঝে অনেকেরই একটা প্রশ্ন প্রায়ই গ্রুপে দেখেতে পাই !
প্রশ্নটি হলো :
ফাইবার-এ আইডি ভেরিফিকেশন কখন, কেন, কি দিয়ে ও কিভাবে করব?
আর যেসকল বিষয় এভোয়েট করবেন
তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো :-
কখন:
আপনি নতুন একাউন্ট খুলেছেন কিন্তু আইডি ভেরফিকেশন এর কোন অপশন বা নোটিফিকেশন খুঁজে পাচ্ছেন না এখন কি করবেন?
# আপনাকে কিছুই করতে হবে না, ফাইভার আপনাকে সময় মতো নোটিফিকেশন পাঠাবো।
সময় মতো কখন পাঠাবে?
# ১ মাস পরে বা ১ বছর পরে বা ১০ বছর পরে, অর্থাৎ কবে তারা নোটিশ পাঠাবে সেটা শুধু তারাই বলতে পারবে।
কেন :
ফাইভার আইডি ভেরিফিকেশন এর নোটিশ পাঠানোর ১৪ দিনের মধ্যে আইডি ভেরিফিকেশন না করলে আপনার মহামুল্যবান একাউন্টটি ডিসেবল হয়ে যাবে তাই অবশ্যই র্নিধারিত সময়সীমার মধ্যে আইডি ভেরিফিকেশন করতে হবে ।
কি দিয়ে ভেরিফিকেশন করবেন? :
১. পাসর্পোট
২. ড্রাইভিং লাইসেন্স
৩. জাতীয় পরিচয়পত্র ( NID Card)
এই তিনটির যেকোন একটি দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন ।
{ আপনার র্স্মাট NID না থাকলে টেম্পোরারি বা পুরাতন NID Card দিয়ে ভেরিফাই করবেন।
টেম্পোরারি NID Card না থাকলে পরিবারের বা রাস্তাগাটের যেকোন একজনের
:V NID দিয়ে ভেরিফাই করবেন }

FAQ :
NID এর অনলাইন কপি দিয়ে কি ভেরিফাই করতে পাবর?
# ফাইভার কোন প্রকার অনলাইন কপি গ্রহন করে না ।
অনলাইন কপি এডিট করে ফেইক NID সাবমিট করলে কি আইডি ভেরিফাই হবে?
# অবশ্যই না, কখনই NID Card এডিট বা ডুপ্লিকেট করবেন না। কোনো উপায় না থাকলে ট্রাই করে দেখতে পারেন। তবে এটি অত্যন্ত ঝুকির্পুণ ।
কিভাবে ভেরিফাই করবেন? :
প্রথম ধাপ একাউন্টের সেটিংসে গিয়ে বিলিং ইনফো পূরন করবেন অবশ্যই তা ডকুমেন্টে্স-এর নাম ও ঠিকানার সাথে মিল রেখে।
ভেরিফিকেশন কম্পিউটার বা ল্যাপটপ এ করা যায় না তাই প্রথমে আপনার মোবাইল থেকে যেকোনো ব্রাউজার (Google Crome হলে ভাল) এ গিয়ে ফাইভার একাউন্ট এ লগ ইন করবেন, তারপর নোটিফিকেশনে গিয়ে আইডি ভেরিফিকেশনের নোটিশটি ক্লিক করবেন।
এখন
১. পাসর্পোট
২. ড্রাইভিং লাইসেন্স
৩. জাতীয় পরিচয়পত্র ( NID Card)
এই তিনটির যেকোন একটি ডকুমেন্টের ছবি তুলে বা প্রিন্ট কপি থাকলে মোবাইল থেকে ফাইটি সিলেক্ট করে আপলোড করুন।
এখন আপনার ছবি তুলে বা পুর্বে তোলা থাকলে মোবাইল থেকে ছবিটি সিলেক্ট করে আপলোড করুন।
অবশ্যই ছবি ও ফাইল-টি স্পস্ট ও বোধগম্য? হতে হবে, তাই তা অবশ্যই যাচাই করে নিবেন।
সব ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন। ৫ -৩০ মিনিট অপেক্ষা করুন ফাইভার আপনাকে আইডি ভেরিফিকেশন হয়ে গেছে বা হয় নি এ ব্যাপারে একটি নোটিফিকেশন পাঠাবে।
কয়েক ঘন্টা অপেক্ষা করুন, কোনো নোটিফিকেশেন না পেলে সরাসরি কাষ্টমার সার্পোট এ যোগাযোগ করুন, ভুলেও দ্বিতীয়বার সাবমিট করবেন না । তারাই আপনাকে আইডি ভেরিফাই করার জন্য সাহায্য করবে।
যা অবশ্যই করবেন না :
১. ডুপ্লিকেট আইডি বানানো।
২. ছবি এডিট বা কোন প্রকার ফিল্টার ব্যবহার।
৩. নোটিফিকেশন পাওয়ার পরে প্রোফাইল পিক চেন্জ করা।
৪. নোটিফিকেশন পাওয়ার পরে বিলিং ইফো পরির্বতন করা (যদি পুর্বেই পূরন করা থাকে)।
{ বিলিং ইনফো পূর্বে পূরণ করে থাকলে এবং তথ্যে ভূল থাকলে কাষ্টমার সার্পোটে কথা বলুন }।
৫. একাধিকবার আইডি সাবমিট বা ভেরিফাই করা।
আশা করি তথ্যগুলো কিছুটা হলেও নতুনদের সাহায্য করেছে
এতদূর পড়ার জন্য ধন্যবাদ, তথ্যে কোনো ভূল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই কমেন্ট এ সংশোধন করে দিবেন, এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন সবাই উত্তর দেওয়ার চেষ্টা করব!
যাদের ID এখনও ভেরিফিকেশন হয় নি তারা পোস্টটি Saved Post মার্ক করে রাখতে পারেন ফিউচাররে কাজে আসতে পারে।
এরপর কোন বিষয়ে লিখলে ভাল হয় কমেন্ট করবেন, ইদানিং অবসর সময়ে লেখা-লিখির সখ জেগেছে 

Source: Shanto Asif
Author:Ashik
Hello This is Ashikul Islam. I'm a civil engineer but it's not my profession. Amazingly I'm a Graphic Designer . I'm working in this profession for 5 long years and earning my bread and butter from this by freelancing. Yes designing is in my blood and I love create something new with my imagination. You know something, Do what you love Love what you do. Stay strong stay Blessed. Ashikul Islam Not a Civil Engineer Proudly a Graphic Designer.