ব্লগ পোষ্ট
আসসালামুয়ালিকুম। আশা রাখছি সবাই ভালো আছেন।
যারা ফাইভারে একেবারে নতুন তাদের জন্য এই পোস্টটি দেয়া। নতুনদের মাঝে ৩ টা প্রশ্ন খুবই কমন।
- বায়ার রিকুয়েস্ট আসে না।
- বায়ার রিকুয়েস্ট কিভাবে পাঠাবো?
- গিগ র্যাঙ্ক করবো কিভাবে?
এছাড়াও আরও অনেক ধরনের প্রশ্ন রয়েছে।আজকে মুলত ১ ও ২ নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করবো। ৩ নম্বরটি আরেকদিন আলোচনা করবো ইন -শাআল্লাহ । চলুন শুরু করা যাক।
Don’t show Buyer Request?
সর্ব-প্রথম খুব ভালোভাবে এনালাইসিস করে ,সময় নিয়ে ভিন্ন ভিন্ন ৭ টা গিগ তৈরি করবেন। গিগ তৈরি করার সময় category & sub category নামে ২টি অপশন থাকে। যে কোন একটি গিগে category ঠিক রেখে sub category তে গিয়ে OTHER option select করবেন।
আশা রাখছি এরপর থেকে বায়ার রিকুয়েস্ট আশা শুরু করবে। এর সাথেই আরেকটি প্রশ্ন এসে যায় যে, বায়ার রিকুয়েস্ট টা আসে কখন? ধরা বাধা কোন নিয়ম এখানে নেই। তবে অনেক অভিজ্ঞ বড় ভাইয়া এবং আপুদের মতে ( যারা এই ফিল্ডে অনেক দিন ধরে আছেন) রাত ৮ টা থেকে রাত ৩.০০ – ৩.৩০ পর্যন্ত এবং ভোর ৬.০০ টা থেকে সকাল ৯.০০ টা এবং দুপুর ১২.১৫ থেকে ১.০০ টা পর্যন্ত । চেষ্টা করবেন এই সময়ের মাঝে এক্টিভ থাকার।
How to send an effective buyer request?
বায়ার রিকুয়েস্ট আসলো। এখন আপনাকে বায়ার রিকুয়েস্ট তো পাঠাতে হবে। দেখুন নতুন হিসেবে direct order পাওয়াটা এখন অনেক কষ্ট সাধ্য একটি ব্যাপার। তাই গিগ রেঙ্ক করার জন্যে এবং অধিক সেল পাওয়ার জন্যে বায়ার রিকুয়েস্ট এর কোন বিকল্প নেই। Effective buyer request পাঠাতে হলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।
Read the project description carefully
সর্ব প্রথম buyer এর project description টা খুব ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ খুব ভালো ভাবে পড়তে হবে। প্রয়োজনে ২-৩ বার পড়বেন। Buyer কি চেয়েছে সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এবং সে অনুযায়ী তার প্রয়োজন গুলো উল্লেখ করে লিখবেন । তাহলে আশা রাখা যায় আপনি নক পাবেন।
Mention there name/ don’t use sir,dear
প্রতিটি মানুষের কাছে তার নিজের নামটি খুব প্রিয়। নিজের সাথেই মিলিয়ে দেখবেন যখন আপনাকে কেও আপনার নাম ধরে ডাকে তখন মনের অজান্তেই একটা ভালো লাগা কাজ করে। এখানে যার জন্য কাজ করতে চলছেন সে আপনার বস না। তাই sir/dear কথাটা থেকে বিরত থাকবেন। আপনি যখন তার নাম উল্লেখ করবেন তখন সে আপনার প্রতি একটা আলাদা ইম্প্রেসন তৈরি করতে পারে। তাই এটা চেষ্টা করে দেখতে পারেন।
Keep your description clear & concise
Buyer এর পোস্ট ভালোভাবে পড়ার পর আপনি খুব clear ভাবে আপনার অফারটি লিখবেন। চেষ্টা করবেন নিজের কথা কম বলতে। শুধুমাত্র বায়ারের প্রয়োজনের কথা উল্লেখ করবেন। অর্থাৎ I এর বদলে যত পারবেন you ,us,together এই type কথা লিখতে।
Mention the person and business name
আগেই বলেছি buyer এর নাম mention করবেন। যদি এর সাথে সাথে আপনি তার বিজনেস এর নামটাও উল্লেখ করেন তাহলে আলাদা সুবিধা পেতে পারেন। যেমন আমি একটি উদাহরনের মাধ্যমে বোঝানর চেষ্টা করছি। Like someone named David and asking for a logo for his eagle fitness club! you can start like : HI DAVID . HAVE SEEN YOU ARE LOOKING FOR A PRO LOGO FOR YOUR EAGLE FITNESS, I WOULD BE GLAD TO MAKE THE DESIGN FOR YOU .তাই কাজের সাথে মিল রেখে আপনি এভাবে approch করতে পারেন।
Special Offer add
আপনি buyer কে কিছু special offer দিতে পারেন। যেমন ধরুন-
- Unlimited revision
- Free source file
- Money back guarantee
- 100 % satisfaction
- Friendly communication and many more
Specify your terms clearly
Buyer এর কাজটি আপনি কতদিনের মধ্যে এবং কত প্রাইসে করতে পারবেন সেটি উল্লেখ করতে পারেন।
Proofread your offer
অফারটি পাঠানোর পূর্বে সবকিছু ঠিকঠাক আছে কি না চেক করতে ভুলবেন না। কোথাও কোন grammatical mistake আছে কিনা, অফারের শেষে একটি Thanks উল্লেখ করেছেন কিনা এগুলো চেক করে নিবেন।
আমি এই formula use করে success পেয়েছি। বিশ্বাস করুন এভাবে যদি নিয়মিত buyer request পাঠাতে থাকেন তাহলে অবশ্যই সফল হবেন। এমন একটা সময় আসবে তখন buyer request পাঠানোর সুযোগ পাবেন না।
এছাড়াও Buyer request সম্পর্কে আরও ভালো ধারনা পেতে google ,youtube করতে পারেন । আমি একটি লিংক শেয়ার করছি আশা করি উপকারে আসবে। লেখাতে কথাও ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল।
Source: Facebook
Author:Ashik
Hello This is Ashikul Islam. I'm a civil engineer but it's not my profession. Amazingly I'm a Graphic Designer . I'm working in this profession for 5 long years and earning my bread and butter from this by freelancing. Yes designing is in my blood and I love create something new with my imagination. You know something, Do what you love Love what you do. Stay strong stay Blessed. Ashikul Islam Not a Civil Engineer Proudly a Graphic Designer.