গ্রাফিক ডিজাইন শিখতে যেয়ে আমরা বেশির ভাগ সময়ে ইলাস্ট্রেটর দিয়ে কাজ শেখা শুরু করি। যে জন্য ফটোশপ হয়ে উঠে আমাদের কাছে কিছুটা কঠিন। অথবা যদি কেউ ফটোশপ দিয়ে শুরু করে তখন তার কাছে ইলাস্ট্রেটোর কিছুটা কঠিনই মনে হয়। অথচ ২ টা সফটওয়্যারই কতটা চমৎকার। আপনাকে জানতে হবে কোন সফটওয়্যার এর কি কাজ।
ইলাস্ট্রেটর এর কাজ কি?
অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে একটি ভেক্টর গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যার। যা শুধু ইলাস্ট্রেটর নামেই বেশি পরিচিত। এই সফটওয়্যারটি তৈরি ও বাজারজাত করেছে অ্যাডোবি সিস্টেমস। অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে এটি অনতম। এর মাধ্যমে সকল গ্রাফিক্স ডিজাইন, লোগো, ব্যানার তৈরি করা যায়। এর সর্ব শেষ সংস্করণ ইলাস্ট্রেটর সিসি যা ২০২২ সালে বের হয়েছে।
তথ্যসূত্র: উইকিপিডিয়া
অর্থাৎ ইলাস্ট্রেটর দিয়ে আপনি ভেক্টর ডিজাইন করতে পারবেন এবং সকল প্রকার ডিজাইন এর কাজ করতে পারবেন। যেমন: লোগো, ব্যানার, সোশ্যাল মিডিয়া ডিজাইন, পোষ্টার, ইলাস্ট্রেশন সহ সকল প্রকার ডিজাইন।
ফটোশপ এর কাজ কি?
অ্যাডোবি ফটোশপ (ইংরেজি: Adobe Photoshop) একটি গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যার। সাধারণ ভাবে সফটওয়্যারটিকে শুধুমাত্র ফটোশপ নামেই ডাকা হয়। এই সফটওয়্যারটি তৈরি করেছে অ্যাডোবি সিস্টেমস। অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যার এটি। বর্তমানে এই সফটওয়্যারটি ম্যাক ওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য পাওয়া যায়। এই সফটওয়্যারটির ২২ তম সংস্করণ (ফটোশপ সিসি২২) প্রকাশিত হয়েছে। থমাস নল (Thomas Knoll) এবং জন নল (John Knoll) নামের দুই ভাই ১৯৮৭ সালে ফটোশপ তৈরির কাজ আরম্ভ করেন।
তথ্যসূত্র: উইকিপিডিয়া
অর্থাৎ ফটোশপ দিয়ে আপনি ছবি এডিটিং এর যে কোন প্রকার কাজ করতে পারবেন। যেটাকে বলা হয় ম্যানুপুলেশন। আর এই কাজ গুলো শিখতে জেয়ে আমরা কিছুটা সমস্যার সম্মুখীন হই এবং ফটোশপ এ কাজ শেখার হাল ছেড়ে দেই।
আপনি যদি ফটোশপ এর স্কিল বৃদ্ধি করে প্রফেশনাল পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে নিচের সার্ভেতে অংশগ্রহন করতে পারেন। সার্ভে সম্পন্ন হওয়ার পর আপনার ইমেইলে একটি মেইল পাবেন।
Error: Contact form not found.
যে কোন প্রশ্ন করতে এই পোষ্টের নিচে কমেন্টস করুন।