এত হতাশা আশে কোথা থেকে, হতাশ হওয়ার কিছু নেই সব সময় কাজের হিরিক পড়বে না। এটাই স্বাভাবিক এবং মেনে নিতে হবে। কাজ পাওয়ার সব থেকে বড় ট্রিকস হচ্ছে ভালো করে গিগ বানিয়ে মার্কেটিং করা এবং প্রতিদিন কাজ না থাকলেও লগিন করে বসে থাকা।
ফ্রিল্যান্সিং যেহেতু নাম হয়ে হয়েছে এই পেশার, সুতরাং মাঝে মধ্যে কাজ কর্ম থাকবেনা ফ্রি বসে থাকতে হবে আর অন্যদের কাজের পোষ্ট দেখে অভিনন্দন দিতে থাকতে হবে কিন্তু ধৈর্য হারা হওয়া যাবেনা।
আমার গত ৩০ দিনে ২ টি অর্ডার যার ভিতর বড় একটা অর্ডার ক্যান্সেল হয়েছে। উক্ত অর্ডার ক্যান্সেল হওয়ার পর থেকে বলা যায় আমি বেকার। সুতরাং যতটা সম্ভব ক্যান্সেল না করাই ভালো। এবার আমার কাজ হচ্ছে প্রতিদিন লগিন করা এবং একটিভ থাকা।
ধৈর্য এবং স্কিলস থাকলে কাজ আসবেই আজ অথবা কাল অথবা পরশু। আজ আপনি পাচ্ছেন আগামিকাল অথবা পরশু আমি পাব। সুতরাং ধৈর্য থাকতেই হবে।